Top Entertainment News Today: Gautam Haldar Demise Get To Know Top Entertainment News For The Day Which You Can’t Miss, Know In Details

কলকাতা: প্রয়াত চলচ্চিত্র পরিচালক গৌতম হালদার ( Film director Goutam Haldar )।  পরিবার সূত্রে খবর, এদিন সকালে অসুস্থ বোধ করায়, হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। যাওয়ার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। সাপের বিষ নিয়ে রেভ পার্টি করে গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার! এই খবর কার্যত বিদ্যুৎগতিতে ছড়িয়ে পরার পর থেকেই মুখ খোলেন এলভিস যাদব (Elvish Yadav)। তিনি জানান, এই সমস্ত খবর সম্পূর্ণ মিথ্যে। এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগাযোগই নেই। বরং, এই ঘটনার সঙ্গে কারা যুক্ত করেছে সেটা খুঁজতেও পুলিশকে সাহায্য করবেন বলে জানিয়েছেন তিনি। 

প্রয়াত চলচ্চিত্র পরিচালক গৌতম হালদার

প্রয়াত চলচ্চিত্র পরিচালক গৌতম হালদার ( Film director Goutam Haldar )।  পরিবার সূত্রে খবর, এদিন সকালে অসুস্থ বোধ করায়, হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। যাওয়ার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। গৌতম হালদার পরিচালিত ছবি ‘ভাল থেকো’-তে অভিনয় করেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন বিদ্যা বালন। তাঁর সেই ছবি জাতীয় পুরস্কারও জিতেছিল। মূলত গৌতম হালদার সল্টলেক এইচবি ব্লকের বাসিন্দা। আর এবারে তাঁদের দুর্গাপুজোয় পুজা কমিটির একটি উদ্বোধনী অনুষ্ঠানে, বিদ্যা বালনের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। তখনও বোধহয় কেউ জানতো না, এই বছরের দুর্গা পুজোতেই তাঁদের শেষবার দেখা হতে চলেছে।

গৌতম হালদারকে শেষ শ্রদ্ধা জানাতে শহরে বিদ্যা বালন

অভিনয় জগতে তিনি পা রেখেছিলেন এই পরিচালকের হাত ধরেই। বাংলা থেকেই তাঁর কেরিয়ার শুরু হয়েছিল বলে, চিরকাল বাংলাকে এক অন্য নজরে দেখে এসেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন (Vidya Balan)। প্রথম ছবির পরিচালকের মৃত্যুতে তাই সমস্ত কাজ ফেলে সন্ধেবেলায় তিনি ছুটে এসেছেন শহরে। প্রয়াত পরিচালক গৌতম হালদার (Goutam Haldar)-কে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। আজ সকালে প্রয়াত হন, পরিচালক গৌতম হালদার। তাঁর হাত ধরেই ‘ভাল থেকো’ ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন বিদ্যা। তারপরে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। তবে, কখনও ভুলে যাননি কলকাতা আর প্রথম শ্রেণীর পরিচালককে। আজ কলকাতায় এসে পরিচালকের বাড়ি যান অভিনেত্রী। শেষ শ্রদ্ধা জানান কাছের মানুষকে।

জন্মদিন উদযাপনেও মিশে রইল দ্বিতীয় সন্তানের অপেক্ষা, ৩৩ পূর্ণ করলেন শুভশ্রী

আজ তাঁর জন্মদিন। দ্বিতীয়বার মা হওয়ার আগে… বিশেষ দিন উদযাপন করলেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই উদযাপনের ছবি। গাঢ় নীল পশ্চিমি গাউনে স্পষ্ট তাঁর বেবি বাম্প। ৩৩ বছরে পা দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। এই বছর পুজো থেকে মূলত বাড়িতেই রয়েছেন অভিনেত্রী। ৮ মাসের অন্তঃসত্ত্বা তিনি, তাই বিশেষ সাবধানতা বজায় রাখছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেই বোঝা যায়, বাড়িতেই সময় কাটাচ্ছেন অভিনেত্রী। কখনও তিনি তাঁর ছোট্ট ছেলে ইউভানকে ভূত সাজিয়ে দিচ্ছেন, কখনও আবার সময় কাটাচ্ছেন স্বামী রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-র সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় আজ একটি গাঢ় নীল রঙের পশ্চিমি পোশাক পরা ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। খোলা চুল, যথাযথ রূপটান। বডি হাগিং পোশাকে স্পষ্ট তাঁর বেবি বাম্প। হাত দিয়ে আগলে রয়েছেন তিনি তাঁর হবু সন্তানকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবির প্রশংসা করেছেন অনেকেই। ছবির ক্যাপশানে শুভশ্রী লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে টু মি’।

অশ্লীলতার দায়েই কি গ্রেফতার হলেন উরফি?

উরফি জাভেদ! তাঁর আজব ফ্যাশনের জন্য প্রায় প্রতিদিনই তিনি থাকেন খবরের শিরোনামে।  শুক্রবার সকালে প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে উরফির (Urfi Javed) সঙ্গে কথা বলছেন দু’জন মহিলা পুলিশ আধিকারিক। এক জন উরফিকে জিজ্ঞাসা করেন, ‘এত ছোট পোশাক পরে রাস্তায় কে ঘোরে?’ উরফিকে তাঁদের সঙ্গে থানায় যেতে বলতেও দেখা যায় এক পুলিশ আধিকারিককে। কিছুক্ষণ  কথা বলার পর উরফিকে পুলিশের গাড়িতে তোলা হয়। এই ভিডিও প্রকাশ্য়ে আসার পরেই উরফিকে গ্রেফতারির জল্পনা উঠেছে। যদিও তাঁকে সত্যিই গ্রেফতার করা হয়েছে কি না, তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। যদিও এই ভিডিও সত্য়তা যাচাই করেনি এবিপি লাইভ।

লিঙ্কে ক্লিক করতেই উধাও ৯৮ হাজার টাকা ! অনলাইন প্রতারণার শিকার অভিনেত্রী

বাড়ছে অনলাইন প্রতারণা। অনলাইনে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনছেন অনেকেই। নিত্য প্রয়োজনীয় থেকে বিলাস সামগ্রী।  ক্রেতাদের অনলাইন শপিংয়ে এই আগ্রহের বিষয়টি জেনেই ফাঁদ পাতছে প্রতারকরা! নানা ভাবে হচ্ছে অনলাইনে প্রতারণা। কখনও ভুয়ো সংস্থা থেকে কেনাকাটা করে ঠকছেন। কখনও আবার প্রতারকের কাছে ওটিপি দিয়ে সব খোয়াচ্ছেন গ্রাহক। এবার অনলাইন প্রতারণার অভিযোগ এল এক অভিনেত্রীর কাছ থেকে। তবে যে সাইট থেকে তিনি কেনাকাটি করেছেন, সেখান থেকে নয়, বরং কনজিউমার ফোরামে অভিযোগ করতে গিয়ে বিরাট ফাঁদে পড়ে গিয়েছেন তিনি। অনলাইন প্রতারণার ( Online Fraud )  অভিযোগ করেছেন পামেলা ভট্টাচার্য ( Pamela Fraud )নামে এক অভিনেত্রী। তাঁর দাবি, কিছুদিন আগে একটি অনলাইন সংস্থা থেকে জিনিস কেনার পর সেটি পছন্দ না হওয়ায় সেটি ফেরত দিয়ে রিফান্ড চাইলেও সেই সংস্থা রাজি হয়নি। কোনওভাবেই তিনি জিনিসটি বদলাতে বা ফেরত দিতে পারছিলেন না। তখন তিনি মনে করেন অভিযোগ জানাবেন কনজিউমার ফোরাম বা ক্রেতা সুরক্ষা দফতরে। কিন্তু সেটা করতে গিয়েই পড়েন বিপদে। 

আরও পড়ুন: Debashree Roy Exclusive: ‘বদলেছে টলিউডের পরিবেশ’, কোন নায়ককে এখন সবচেয়ে বেশি মিস করেন দেবশ্রী?

Source link

credite